হাঁসগুলো জলে চরে সারা দিন ধরে
আসতে চায় না ফিরে সন্ধ্যায় ঘরে।
আয় আয় প্যাঁক প্যাঁক ডাকি সন্ধ্যায়
দয়া করে এইবেলা ঘরে ফিরে আয়।
শেয়ালে ধরলে রক্ষা থাকবে না আর
শুনেও শুনিস না হুক্কাহুয়া চিৎকার।
সকাল বেলায় খাঁচা খুলে দেওয়া হলে
ডানা ঝাপটিয়ে তোরা চলে যাস জলে।
জল পেলে খুব খুশি সব যাস ভুলে
দোল খাস সারাদিন জলে দুলে দুলে।
ডুব দিয়ে খাস মাছ,গেঁড়ি ও শামুক
এ জীবনে আছে কার শুনি এত সুখ।
হয় না সর্দিকাশি যতই ডুবোস
আমরা ডুবোলে শুধু হয় যত দোষ।
ডিম দিস গৃহস্বামী খুশি হয় খুব
করে না সাঁতারে মানা বা দিতে ডুব।
হাঁস কয় যেন ডিম দিই এইভাবে
নইলে এ জীবনটা নির্ঘাত যাবে।
ভয়ে ভয়ে থাকি তাই মোটে সুখী নয়
সে তো কোন সুখ নয় যদি থাকে ভয়।