ও বাঘ মামা কেমন আছ এখন কোথায় থাক
এখনও কি হালুম হুলুম আগের মত ডাক।
গরু, ছাগল ধরতে এখন কমই আস গাঁয়
বন জঙ্গল কেটে মানুষ সাফ করল প্রায়।
শেয়াল গুলো পালিয়ে গেছে গ্রাম গঞ্জ ছেড়ে
মানুষ এবার চাইছে নিতে তোমার বাসা কেড়ে।
এখন শেয়াল আর ডাকে না হুক্কাহুয়া করে
ওরা জানে ডাকলে খাঁচায় পুরবে ওদের ধরে।
মানুষ ভীষণ হিংস্র প্রাণী তোমরা তত নয়
লুকোও এখন গভীর বনে পেয়ে তাদের ভয়।
বাঁচতে ওরা চায় না দিতে তোমাদের বধ করে
বংশ তোমাদের শেষ হল এক এক করে মরে।
হালুম হুলুম আর তোমাদের ডাক যায় না শোনা
কয়েকজনই বেঁচে আছ এখন হাতে গোনা।
চিড়িয়াখানায় গেলে তবেই একটু দেখা হয়
তুমি মামা, খাঁচায় ঘেরা থাকার পশু নয়।
সকল প্রাণীর এই পৃথিবী বোঝে না মানুষেরা
একটা কথা বুঝেছে শুধু ওরাই হল সেরা।
একা একা যায় না বাঁচা বুঝবে মানুষ কবে
বাঁচতে হলে মিলেমিশে বাঁচতে সবাই হবে।