প্রজাপতি প্রজাপতি
করব না তোর ক্ষতি
এসে বস আমাদের ছাদে
মাঠ নেই ঘরে থাকি
তোকে তাই কাছে ডাকি
এসে ধরা পড়বি না ফাঁদে।


আগে ছিল কত বন
খেলতাম সারাক্ষণ
তুই আমি সবে মিলে কত
বন কেটে সাফ হলে
তুই কোথা গেলি চলে
তোর খোঁজ করি অবিরত।


কত কি ফেলেছি মুছে
এসেছি যা ফেলে পিছে
মন আবার ফিরে পেতে চায়
প্রজাপতি প্রজাপতি
করব না তোর ক্ষতি
একবার ফিরে তুই আয়।