কবে করেছিলে প্রেম নিবেদন সে কথা রাখিনি মনে
প্রদীপের সলতে নিভু নিভু হয়ে এল
তবুও নিভতে দিইনি, জ্বালিয়ে রেখেছি হৃদয় কোণে।


তৃষ্ণার প্রশমন তো হওয়ার নয় কভু চিরতরে
প্রত্যাশা মনে বুকে ফিরে পেতে সন্ধান করে ফিরি
ডাকি সকাতরে অভিমান ভুলে ফিরে এসো প্রিয়ে ঘরে।


প্রেমের স্বাদের আস্বাদে যেন হৃদয় নেশায় মাতে
সোমরস পান ভিন্ন হয়েছে জীবনধারণ অসম্ভব
এখন তুমিই ছেয়ে রও মোর সমগ্র ভাবনাতে।


প্রেম দিবসের সংজ্ঞা হয়েছে জীবনে অর্থহীন
হৃদয় এখন হরিণীর ন্যায় করে শুধু  বিচরণ      
মনেতে ইচ্ছে যেন হতে পারি প্রেম সাগরের বুকে লীন।