বাঘ ভেবেছিল তার হিংস্রতায়
মানুষ পাবে ভয়
বাঘ জানত না তার চেয়েও যে
মানুষ হিংস্র হয়।


ভেবেছিল খিদে মিটিয়ে সে ফিরে
যাবে সুন্দর বনে
মানুষের ক্ষতি করার ইচ্ছা
ছিল না তার মনে।


তবুও বাঘটা পেল না রেহাই
কেড়ে নিল তার প্রাণ
সত্যি কথা মানুষের ন্যায়
নেই কোন বেইমান।


বাঘ না থাকলে জঙ্গলও আর
থাকবে না বেশী দিন
এই সত্যটা মাথায় আসে না
এমনই অর্বাচীন।


পৃথিবীতে আছে সকল জীবের
বাঁচবার অধিকার
এই পৃথিবীটা শুধু মানুষের
নয়, বোঝা দরকার।