ফাগুন কি এল আগুন ছড়াতে হৃদয়ের কোণে কোণে
কে গেল হঠাৎ আবির ছড়ায়ে আজ এই  বিবাগী মনে।
সব কিছু যেন লাগছে রঙীন ফুরফুরে হাওয়া বইছে
কোকিলের কুহু তান কান কানে যেন মিঠে কথা কইছে।
নব কিশলয়ে বৃক্ষরাজিরা সেজেছে নতুন সাজে
মনের মাঝারে আজ যেন কার আগমন ধ্বনি বাজে।
শুনি পদধ্বনি সে আজ আসিছে বহু প্রতীক্ষা শেষে
মন যেতে চায় প্রেমের জোয়ারে অজানা দেশেতে ভেসে।
আজ বাগিচায় অতি সযত্নে ফুলেরা উঠেছে ফুটে
তাই দেখে এল প্রজাপতি গুলো মধু আহরণে  ছুটে।
বনে আছে যত মৌমাছি আজ আম্র কাননে জুটেছে
ব্যাকুল ফুলেরা ওদেরই জন্য উন্মুখ হয়ে ফুটেছে।
কে যেন চিত্তে করে আনাগোনা ব্যাকুল তাহারে খুজিতে
লাগে বড় একা বুকে শূন্যতা পারিল তবে কি বুঝিতে।
মায়াজাল এক হয়েছে রচিত  কত মনোরম দৃশ্য
বুক উজাড় করে দিয়েছ অপার কেউ নয় আর নিঃস্ব।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার রঙে আজ মন রেঙেছে
সুপ্ত হৃদয়ে রঙীন প্রেমের বাসনা কি তাই জেগেছে।
চকিত চাহনি তুমি কি সজনী রও কি জাগিয়া রাতি
তুমি কি পাওনি তার আগমন সমাচার লেখা পাতি।
চাহিয়া থেকেছ দিবস যামিনী সে কবে আসিবে ঘরে
সে আজ আসিয়া তোমার শূন্য বুকখানা দিল ভরে।
মিটেছে মনের সব ব্যাকুলতা, খুশি অপার অনন্ত
দ্বার খুলে দাও  স্বাগত জানাও এসেছে প্রিয় বসন্ত।