ও প্রহরী ও প্রহরী
ঘুমিয়ে কেন পড়লে
অনায়াসে ডাকাতির এক
নজির তুমি গড়লে।


নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম
জাগছ তুমি ভেবে
কেউ ভাবিনি ডাকাত ডেকে
সিঁধ কাটতে দেবে।


নাকের ডগায় ডাকাতি হয়
ডাকাতরা যায় চলে?
যায় না মানা যোগ ছিল না
তোমার তলে তলে।


তোমায় প্রহরী বানিয়ে
হল ভীষন জ্বালা
গৃহস্থেরে কও সুখে ঘুমোও
ডাকাতরে কও পালা।।