রাজামশাই একটি কথা
     বলুন দেখি খুলে
গদিতে বসেই গেলেন নাকি
     সকল কথা ভুলে!


পাল্টে দেবেন বদলে দেবেন
     কত কি বলেছিলেন
  কিচ্ছুই তো করলেন না
   সব কি ভুলে গেলেন?


বলেছিলেন পাবে না রেহাই
        যারা অসৎ দুষ্ট
দেখছি আপনার শরণে
       হচ্ছে তারাই পুষ্ট।


দেশের চাকা এগোচ্ছে না
      যাচ্ছে পিছে সরে
  বলছে সবাই ভুল হয়েছে
      কথা বিশ্বাস করে।


অচ্ছে দিনের স্বপ্ন গুলো
   কোথায় গেছে চলে
কত কথা বলতে শুনি
   সেই কথা যান বলে।
  
  রাজামশাই আপনাকে
      আর বিশ্বাস নয়
ভুল যা হওয়ার হয়ে গেছে
     আর কখনো হয়!


কিন্তু আপনাকে ছেড়ে
  কোথায় বা আর যাই
শুনেছি সব রাজারা হন
  নাকি মাসতুতো ভাই।