সাগর ডাকে আয় ছুটে আয়
       কাটবি সাঁতার আয়
   কুলে এসে দাড়িয়ে আছিস
       কিসের অপেক্ষায়।


  এ কুল থেকে যায় না দেখা
       ঐ কুলে কি আছে
  ডুব দিয়ে দেখ অথৈ বুকে
        সেথায় কি না আছে।


  ঢেউয়ের তালে দুলে দুলে
       চল যাবি দূর দেশে
  যেখানেতে আকাশ নেমে
       আমার বুকেই মেশে।

  মুক্ত, মানিক, পরশ পাথর
      ডুব দিয়ে আন তুলে
  বল দেখি কি ভাবছিস তুই
      দাড়িয়ে আমার কূলে।


  অপেক্ষাতে সময় বয়ে
       যাসনে দিতে আর
  আমার বুকে নে ধুয়ে তুই
       মনের অহংকার।