দেখতে যদি চাসরে তোরা আয়রে ছুটে আয়
ঝুড়ি মাথায় কোঁদাল কাঁধে ওরা কোথায় যায়।
দূরে কোথাও মাঠের মাঝে কাটে ওরা মাটি
পথ ঘাট সব তৈরী করে যে পথে সবাই হাটি।
প্রাসাদ, ইমারৎ গড়তে ওদের জুড়ি নাই
কাজের সময় হলে সবাই বলে ওদের চাই।
কেউ বা লাঙল চালায় মাঠে ওরা চাষি ভাই
ওরাই সবার অন্ন যোগায় রয়েছি বেঁচে তাই।
কাজ ফুরোলে কেউ দেয় না ঘেঁসতে ওদের কাছে
জাতটা চলে না যায় ভাবে  লাগলে ছোঁয়া পাছে।
এই সমাজের বন্ধু হয়েও ওদের ঘৃণা জোটে
এই কথা আর অজানা নয় গিয়েছে যে রটে।
ঘুণ ধরেছে সমাজটাতে পড়ছে ধসে তাই
শুধরে চলো নইলে জেনো বাঁচার উপায় নাই।