শান্তি নিখোঁজ, সন্ধান চাই
দরকার খুজে পাওয়া
হাসি, খুশী ঘরে খিল দিয়ে আছে
ছেড়ে দিয়ে খাওয়া-দাওয়া।


গোটা মহল্লা বড় বিষন্ন
উদ্বেগ চোখে মুখে
বড় প্রিয় ছিল শান্তি সবার
সে  রেখেছিল সুখে।


শান্তি কি আর আসবে না ফিরে?
একটাই জিজ্ঞাসা
সবাই তাকিয়ে পথপানে চেয়ে
“সে আসবেই” মনে আশা।


শান্তি হারিয়ে যাওয়ার তো নয়
পেতে হবে তাকে খুঁজে
অপহরণের গুজব শুনছি
মানব না মুখ বুজে।


দরকার হলে প্রান বাজি রেখে
ছাড়িয়ে আনব তারে
বল দেখি কেউ, শান্তিকে ছাড়া
কখনো বাঁচতে পারে।