ওগো মাঝি দাঁড় বেয়ে চলো তাড়াতাড়ি
দেখ মেঘেদের শুরু হল আজ বাড়াবাড়ি।
বাতাস পাগল হল জল হল মাতাল
চারিদিকে হতে দেখি উথালপাতাল।
ডেকে মাঝি বলি ওই পাড়ে যাব আমি
হাত করি জোড় পার করে দাও হে স্বামী।
নাও টলমল করে ডোবে ডোবে প্রায়
ভয় নাই এই অভয় মাঝি দিয়ে যায়।
সকলেই বলে মাঝি প্রাণটা বাঁচাও
বিনিময়ে দিতে রাজি আছি যাহা চাও।
মাঝি টানে দাঁড় তার বাজি রেখে প্রাণ
সঙ্কটে নাস্তিকে ডাকে ভগবান।
অবশেষে নাওখানি কূলে এসে ভেড়ে
মাঝি একা রয় সবে যায় তারে ছেড়ে।