চলে গেল সে বলে গেল না
করে গেল সর্বশান্ত
হৃদয় নিয়ে সে বিদায় নেবে যে
সে কথা কে জানত।


স্বপ্ন দেখতে শিখিয়েছিল সে
করে গেল চুরমার
রামধনু রঙে এ জীবন কখনো
সাজাবে না কেউ আর।


লুট করে নিয়ে গিয়েছে হৃদয়
এ বাঁচা মৃত তুল্য
উদাসী চিত্ত মনে মনে ভাবে
রইল কি আর মূল্য।  


আসবে না সে জেনেও দুচোখ
পথ পানে চেয়ে থাকে
দুচোখের যত পিপাসা জুড়াবে
যদি একবার দেখে তাকে।


তবু মনে হয় ভালই হয়েছে
জীবন হয়েছে ধন্য
হৃদয়টা ছিল সংরক্ষিত
শুধু তারই তো জন্য।