সজাগ থেকো, অন্ধকার ক্রমশঃ আসছে এগিয়ে
কুমতলবে ট্রাফিক পুলিশ দাড়িয়ে পথের মোড়ে
মাকড়সারা জাল বিছিয়ে শিকারের অপেক্ষায়
ভ্রাম্যমাণ পুলিশের ভ্যান ভরসা যোগাতে ঘোরে।


একান্নবর্তী সংসার এখন খুঁজে পাওয়া মেলা ভার
অন্ধকার ঘোচাতে বিদ্যুৎ আনার প্রয়াস হয়েছে ব্যর্থ
পরিত্যক্ত অট্টালিকায় জমছে শ্যাঁওলার আস্তরণ
স্থাপিত হয়েছে এখন বাদুড় আর চামচিকিদের রাজত্ব।


সূর্য এখন বড় তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে চায়
সে যায় তমসা আসার রাস্তা সুগম করে
সর্বসমক্ষে একে অপরের মুখ দর্শন করে না ওরা
নিঃসন্দেহে ওদের একটা অলিখিত চুক্তি হয়েছে স্বাক্ষরিত।


সাক্ষীরা আদালতে আসার সাহস পারে না জোটাতে
আইনের চোখে অভিযুক্ত নিরপরাধী প্রমাণিত
তীরবিদ্ধ পায়রা অব্যক্ত যন্ত্রনায় ছটফট করে মরে
স্বপ্নের গাছ তবু বসন্তে হতে দেখি মুকুলিত।


জাগতে রহো আওয়াজে মাঝে মাঝে ঘুম ভাঙে
রাতের নিস্তব্ধতা ভেঙে হয় খানখান
বাঁচার জন্য নিরুপায় হয়ে কামড় বসাতে হবে
পদতলে পিষ্ট হতে কাউকে এখানে পাঠায়নি ভগবান।