হুস হুস্, ধাপ্পা, লুকোচুরি খেলা
ভাবতেই ভেসে উঠে
       সেই ছোট বেলা।
স্কুলে ছুটোছুটি কত পড়ে যাওয়া
কান ধরে উঠবস কত বকা খাওয়া।
ভাবতাম আর নয়
      তার পর ভুলে যাওয়া
বেশ হত সেই সব দিন
      যদি যেত ফিরে পাওয়া।
সামনাসামনি কভু হলে হেডস্যার
মনে হত
ধরা পড়ে গেছি এইবার।
গলা যেত শুকিয়ে ছুটোছুটি করে
হাত ভরে জল খেয়ে প্রাণ যেত ভরে।
ছুটির ঘণ্টা বাজত ঢংঢং করে
তারপর বাড়ি ফেরা হৈহৈ করে।
সেসব রঙীন দিন স্বপ্নেতে ভাসে
ভাল হয় একবার যদি ফিরে আসে।