এইখানে সেই পুকুর ছিল এখনও মনে আছে
জলে ঝাঁপ দিতাম উঠে পুকুর পাড়ের গাছে।
মনের সুখে হাঁস ভাসত ঢেউয়ের তালে তালে
কত লোকে মাছ ধরত পুকুরে জাল ফেলে।
ছোট যারা কাটত সাঁতার ঘাটের সিঁড়ী ধরে
তখনও তাদের সাঁতার শেখা হয়নি ভাল করে।
পাড়ার বৌ বা মা কাকীমা ডুবটি দিয়েই জলে
কোন দিকে না তাকিয়ে দ্রুত যেত চলে।
সাঁতার কেটে এপার ওপার করেছি কত বার
ভুলেই যেতাম ফিরলে বাড়ি পড়বে পিঠে মার।
স্বপ্নে দেখি সেসব এখন নেই সে পুকুর আজ
গগনচুম্বী অট্টালিকা এখন সেখানে করে রাজ।
করিনে আর ডুব দিয়ে স্নান মন ভেজে না তাই
এই শহরে সেই পুকুর আর একটিও যে নাই।