শেয়াল বলে, এই গাধা তুই
ঘোলাস কেন জল
মিলবে সাজা অপরাধের
পঞ্চায়েতে চল।
ঘোলাইনি তো জল খেয়েছি
সরল গাধা বলে
শেয়াল বলে মারব চাটি
কাজ হবে না ছলে।
গাধা যত বলে, মিছে
দিচ্ছ কেন দোষ
শেয়াল বলে মিছে কেন
বাড়াস আমার রোষ।
পঞ্চায়েতে ফরমান জারি
দোষ মানবে গাধা
ঘোলায়নি সে, ঘুলিয়েছে
তার বাবা বা দাদা।
এখনও সময় আছে, গাধা
নে তোর দোষ মেনে
নইলে হবি সমাজচ্যুত
রাখ সেকথা জেনে।