ডাকলেও শৈশব কভু ফিরে আসে না
কে আছে সেই সব দিন ভালবাসে না।
একদিন হামাগুড়ি ছেড়ে উঠে দাড়ালো
খুব খুশি হাটি হাটি যেই পা বাড়ালো।
হাঁটা শিখে ঘর ছেড়ে যেতে চায় বাইরে
সকলে তা দেখে খুশি দেয় তাই তাইরে।
লাল ঝরে গাল বেয়ে হাসি অফুরন্ত
যা পায় কামড়ায় উঠেছে যে দন্ত।
খিদে পেলে সব ভুলে জুড়ে দেয় কান্না
দুধ ছাড়া কে তখন চায় হীরে পান্না।
কত নাচানাচি করে না পারুক দাড়াতে
কাক দেখে হই হই করে যায় তাড়াতে।
জানালার গ্রিল ধরে দেখে চেয়ে বাইরে
পাখি দেখে ভাবে মনে ডানা কেন নাইরে।
সারাদিন ছুটোছুটি হয়ে পড়ে ক্লান্ত
খোকা খুকি ঘুমোলেই বাড়ি হয় শান্ত।