রাজনেতা ভোট প্রার্থী হলে
দুই আসনে লড়তে পারে
একটি ভোটই দেওয়ার অধিকার
পায় ভোটার তার অধিকারে।


ভোটের সময় থাকলে জেলে
মেলে না ভোটের অধিকার
জেলে থেকেও রাজনেতা লড়ে
তাকে ঠেকায় সাধ্যি কার।


জেলের ঘানি যে টেনেছে
নেই সরকারি চাকরি তার
বহুবারও যে জেল খেটেছে
পেতে পারে প্রধানমন্ত্রী,
            রাষ্ট্রপতির ভার।


ব্যাঙ্কের চাকরি পেতে হলে
গ্রাজুয়েট অবশ্যই হওয়া চাই
তবে অশিক্ষিত রাজনেতার কিন্তু
অর্থমন্ত্রী হওয়ায় বাধা নাই।


মহান ভারতবর্ষে এমন নিয়ম
কবে থেকে চলে আসছে ভাই
আওয়াজ তুলুন এর পরিবর্তনের
উপযুক্ত শুদ্ধিকরণ চাই।