বিশ্ব বলে ও করোনা আমার কথা শোন
তোর মত নেই কেউ আর আমার বন্ধু প্রিয়জন।
তোর ভয়েতে মানুষ ঘরে, বেরোচ্ছে খুব কম
কেউ চাইলে সতেজ হাওয়ায় পারছে নিতে দম।
প্রজাপতি ফড়িং আবার উড়ছে দেখি ফুলে
সবাই গিয়েছিল ওদের একেবারেই ভুলে।
পশু পাখি খুব গোপনে লুকিয়েছিল যারা
ঘুরে ফিরে বেড়ায় এখন আনন্দেতে তারা।
আমার উপর কম করেনি মানুষ অত্যাচার
অনেক দিয়েও ওদের কাছে পাইনি সুবিচার।
মানুষ সুখে থাকুক বুকে সেটাই ছিল কাম্য
বজায় রাখতে চায়নি ওরা দেনাপাওনার সাম্য।
চাইনি প্রতিশোধ নিতে তার করলি বিচার এসে
কি ছিল ভুল মানুষ এবার বুঝবে অবশেষে?
বুদ্ধি যাদের থাকে তাদের ভাল কাজ হয় করতে
বেশি চতুর হলে পরে হয় যে ফাঁদে পড়তে।
ফাঁদ পেতেছে আজ করোনা ভয়ে মানুষ কাঁপে
সত্যি কথা পৃথিবীটা ভরেই গেছে পাপে।
এবার রেহাই কেউ পাবে না সবাই পাবে সাজা
করোনার নজরে সমান রাজা বা হোক প্রজা।