ডাক এলে কি আর থাকা যায়
    যেতেই যে হয় চলে
তখন হাতে রয় না সময়
   যায় না যাওয়া বলে।


থাকতে সময় করতে যা চাও
     নাও এখনি করে
জেনে রেখো চাইলে সময়
  পাবে না আর পরে।


পড়লে পলক খুলবে কি না
   কে সে কথা জানে
পদ্মপাতায় জলের মত
  এই জীবনের মানে।


পারিস যা নে আবাদ করে
       সময় বেশী নাই
সোনার মানব জমীন পুড়ে
       হয়েই যাবে ছাই।