এর পরে আর চুপ করে থাকা যায় না
নেড়ি কুত্তাগুলো হয়ে উঠল যে  হায়না।
পারলে ওরা তো খেয়েই ফেলতে চায়
মুখ বুজে বেয়াদপি সহ্য
                          আর কত করা যায়।
বিশ্বাস করে যাদের হাতে দায়িত্ব সঁপেছিলে
                তারাই করেছে বিশ্বাসঘাতকতা
ওরা শুধু নিজেদের কথা বোঝে
ওরা আর কারো কথা ভাবে না
ওদের কাপুরুষতা দাসত্বের শৃঙ্খল পরতে রাজি
বে-নকাব হয়েছে আজ ওদের ভণ্ডামি
অন্যায় অবিচার দেখেও দেখে না ওরা
স্বার্থ রক্ষার তাগিদে সবই মেনে নিতে প্রস্তুত।
ওরা পরিণত হয়েছে তাঁবেদারে
অন্যায়ের কোন সুরাহা পাওয়া যাচ্ছে না
মাথা কুটলেও ওদের দ্বারে।
মার খেলে মার দিতে হবে সোজা
                                বলতে পারে না তা-ও
আপোসের বুলি আওড়ায় শুধু
                                পড়ে পড়ে মার খাও।
এই ভাবে আর চলতে পারে না
বুঝে নিতে চাই আমাদের অধিকার
পিছোতে পিছোতে পিঠ ঠেকে গেছে দেওয়ালে
সব শক্তি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তাই এইবার।