সূর্য বুলায় গায়ে পরশ
  ভোর বেলাতে এসে
আদর করে ঘুম ভাঙিয়ে
  কয় সে 'জাগো' হেসে।


হাত মুখ ধোও এবার পাঠে  
      নিবেশ কর মন
জ্ঞান ভাণ্ডার লুটে নেওয়ার
      এটাই সেরা ক্ষণ।


সূর্য উঠে পূব আকাশে
     পশ্চিমেতে ঢলে
সে দেয় না বুঝতে সময়
   কখন যে যায় চলে।


ফুলের সুবাস আসছে ভেসে
       গাইছে পাখি গান
তোমার বুকেও অনেক সুগুণ
       দিয়েছে ভগবান।


   প্রণাম কর সূর্যটাকে
     আর কর এই পণ
দশের সেবায় বিলিয়ে দিতে
      পারি যেন জীবন।