পূব গগনে সূর্য্যমামা সবার আগে উঠল ভাই
আছে প্রীতি সবার সাথে কারো সাথে দ্বন্দ নাই।


জীব জন্তু,পশু পাখি সবার প্রতি দৃষ্টি তার
তাকেও দেখে, দুনিয়াতে যাকে দেখার নেই কেউ আর।


সকল ফুলের প্রতি তাকায়, সুগন্ধী বা গন্ধহীন
সবাই কে সে আপন ভাবে দেখে না সে উচ্চ দীন।


দেয় না সে ঠাঁই ভেদাভেদকে তার কাছে সবাই সমান
লক্ষ কোটি বছর পরেও বদলায়নি তার অবস্থান।