যাচ্ছে ছিঁড়ে বাঁধনগুলো
     ছিঁড়বার যা নয়
চোখে দেখেও অবিশ্বাস্য
    বলে তা মনে হয়।


পিতা মাতা হয় উদ্বৃত্ত
     বৃদ্ধ হলে পরে
বৃদ্ধাশ্রমে মেলে আশ্রয়
  ঠাঁই মেলে না ঘরে।


বিশ্বায়নের দুষ্প্রভাবেই
     বাড়ছে প্রদূষণ
জেনে শুনেও বিষ করি পান
    করি না নিয়ন্ত্রণ।


তাকিয়ে দেখি ঘুড়ি কেটে
     যাচ্ছে উড়ে উড়ে
বুকের ভিতর ছিঁড়ছে সুতো
     মরছি জ্বলে পুড়ে।