১৯৮০ সালে আমার লেখা একটি কবিতা।


স্বাধীন দেশ
অমরেশ বিশ্বাস


ভোরের আকাশে পূব দিগন্তে
যে আগুনের গোলা উদীয়মান।
একে সম্মুখে রেখে মোরা
              এগিয়ে চলব।
শঙ্কিত হয়ে কম্পিত হবে না বক্ষ
ক্রন্দনে আর ভিজবে না চক্ষু
হৃদয় কঠোর করে এবার
           বজ্র কণ্ঠে বলব.....
স্বাধীনতার তেত্রিশ বছর হয়ে গেল পার
কেন আজও নিরন্ন মানুষের এত হাহাকার
আত্ম মর্যাদাসহ বাঁচার অধিকার তরে
            কেন ধ্বনিত হয় শ্লোগান।
কেউ বাস করে অট্টালিকায়
আর কেউ ফুটপাথে
সমান অধিকারের এই দেশে দেখি
             সব কিছু অসমান।