হে স্বাধীনতা, তুমি বড় প্রিয়
অতি স্নেহে বুকেতে আগলে রাখি
কত তাজা প্রাণের বিনিময়ে
তোমাকে গিয়েছে পাওয়া
রক্ত স্নানেতে মাটি ভিজে আছে
সে কথা যাবে না ভোলা সহজেতে।
তুমি এখন মধ্য গগনে বিরাজমান
তুমি বড় প্রিয়, সকলের প্রান।
কত কি না ভেবেছিল সকলে
তোমার আবির্ভাবে উতফুল্লিত জনগণ
উলুধ্বনি শঙ্খধ্বনিতে বরন করে
হৃদয়ের মাঝে তোমায় করেছিল স্থাপন
সবাই তোমাকে আপন ভেবে
কত স্বপ্নের চারা বুনেছিল মনে
প্রত্যাশা ছিল আবর্জনা স্তুপে ফুটবে ফুল
থাকবে না কোন ভেদাভেদ
সব রং মিলেমিশে হবে একাকার
সূর্য্যের আলোর মত বর্ণহীনতায়
অদম্য শক্তি হবে সঞ্চারিত।
তে রঙ্গা পতাকার রুপে
ওড়ো তুমি আকাশে অনেক উচুতে
অনেকেই পাচ্ছে না তোমার নাগাল
শৃগালেরা যথেচ্ছ করিতেছে বিচরণ
তব দরবারে অবাধপ্রবেশ হয়েছে নিষিদ্ধ।
শৃঙ্খলবেড়ি থেকে মুক্ত করে
এনেছি তোমারে
অনেক আদরে পরম স্নেহেতে
রেখেছি যতনে বুকের মাঝেতে
তবু প্রদুষন এড়ানো যে ভার
এখন বিকৃতির হয়েছ শিকার
তাই তোমার কাছে আবদার
কুক্ষিগত হয়ে থেকো না আর
বিলাসিতায় দিও না বিলিয়ে
বহু আকাঙ্খা আজও আছে মনে
তোমাকে এখনও দেখি স্বপ্নেতে
যেও না বিকিয়ে তাই
বহু অবক্ষয়ের শেষেতে
দিশাহারা পথে মরি ঘুরে ঘুরে
তোমাকে আকড়ে এখনও আমরা
মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিয়ে
বন্ধনহীন বিহঙ্গের মত
স্বাধীনতার রঙ্গে মনকে রাঙ্গিয়ে
গর্বিত "ভারতবাসী" পরিচয়ে
সুখেতে বাচতে চাই।
কাধে কাধ রেখে ভেদাভেদ ভুলে
স্বাধীনতার ধ্বজা এসো ধরি তুলে            
এ বড় অহংকার          
দুঃখ, দারি্দ্র্য,বঞ্চনা, শোষন
মুছে যাক এইবার
ভাইয়ে ভাইয়ে আর হানাহানি নয়
দিকে দিকে হোক ভারতের জয়
এসো আজ সবে মিলে মিশে গাই
ভারতের জয়গান
আমরা সবাই ভারত মাতার
অমৃত সন্তান।