দুর্নীতির চারা আজ মহীরুহে পরিনত
প্রতিনিয়ত বিষ বাষ্প হচ্ছে নির্গত
যা ছায়া দেবে ভেবে হয়েছিল রোপিত
অঙ্কুরে উপড়ে ফেললেই ভাল হত।


ভয় করে ছাদের তলায় নিতে আশ্রয়
আকাশের বুকে অজস্র তারা জ্বলে
সবাই নিজেকে নির্দোষ ঘোষণা করে
বিনা পারিশ্রমিকে সংসার কার চলে।


হাসপাতালে বিশ্বাস চেতনা শূন্য পড়ে
মুখোশ খসে বেরিয়ে আসছে স্বরূপ
প্রশ্নগুলো পাচ্ছে না আর ঠাঁই
একের পর এক শুধু তহবিল তছরুপ।


কেলেঙ্কারিতে কলঙ্ক নেই আর
জনারণ্যে শৃগালের ছুটোছুটি চিৎকার
বিকেলের শেষ আলো অপসৃয়মান
দ্রুতপদে ধেয়ে আসছে ঘন অন্ধকার।


কলহের ভাষায় সৌজন্যতা পদপিষ্ঠ
কুরুক্ষেত্রের রণাঙ্গন সেজে উঠেছে প্রায়
বিশ্বস্ত সারথি কি আর হবে না আবির্ভূত
জননায়কেরা ব্যস্ত নিজ স্বার্থ চরিতার্থতায়।