বলতে পার বানিয়েছে কে তালাক দেওয়ার রীতি
মন যুগিয়েও সকল সময় মনে রয় ভয় ভীতি।


মিলেমিশে সুখে থাকব ভেবেই বেঁধেছিলাম ঘর
তালাক তালাক তালাক বলে চাও করতে পর।


অপরাধ বিনা কাউকে কখনো তালক কি দেওয়া যায়
আইনের চোখে বিনা দোষে সাজা দেওয়া বড় অন্যায়।


কোন অপরাধ না করেও কেউ বল কেন পাবে সাজা
পুরুষ ও নারী তো নয় অসমান কেউ প্রজা নয় রাজা।


দুইজনে মিলে ঘরখানা বাধা সে কারো একার নয়
ইচ্ছে হলেই "বেরিয়ে যা চলে" বললেই তা কি হয়।


এবার ওসব বুজরুকি ছেড়ে মনটাকে কর ভাল
ভোর হয়ে এল এবার ছড়িয়ে পড়বে ঊষার আলো।


তালাক দেওয়ার চালাকি বুঝতে নেই কারো আর বাকি
চিরকাল ধরে ভেবো না এভাবে মেয়েদের দেবে ফাঁকি।


বনিবনা যদি না হয় তাহলে দেখা হোক দোষ কার
থাকতে পারে না ইচ্ছে হলেই তালাকের অধিকার।


যদি পুরুষের অধিকার থাকে কেন তা নারীর নাই
অমন ভাবে তালাক দেওয়া চলবে না আর ভাই।