কথাটা রেখো গোপন করে পাঁচ কান না হয়
খাই পরি না যাদের করি তাদের বড় ভয়।
বলছি চুপিচুপি তোমায় প্রাণের সখা বলে
বলবে লোকে নানান কথা জানাজানি তা হলে।
প্রেম সাগরে নিমজ্জিত হয়ে এখন থাকি
সব দিয়েছি নিজের বলে রাখিনি কিছু বাকি।
কখন তাকে মন দিয়েছি নেই সে কথা জানা
সে ছাড়া মনে অন্য কারো ঢোকা এখন মানা।
বলছি সত্যি কখনো যদি তার দেখা না পাই
তখন মনে হয় জীবনে বাঁচার আশা নাই।
কেউ জানে না পথের বাঁকে দাড়িয়ে কেন থাকি
তাকে দেখার জন্য ব্যাকুল রয় যে দুটো আঁখি।
চিত্ত এত ব্যাকুল হয়ে উঠে কিসের জন্য
তার অধরে মধুর হাসি দেখে জীবন ধন্য।
যে কারিগর গড়েছে তারে প্রণাম তাকে করি
প্রতিমা মানে হার সহজে তা দেখি আঁখি ভরি।
তার চলনে ছন্দ মেলে যা আর কোথাও নাই
দেখলে তাকে হারিয়ে ফেলি নিজেকে যেন তাই।
একটি ফোটা ফুল ছাড়া সে অন্য কিছু নয়
না দেখে তাকে কেমন করে বলো এ মন রয়।
ভগবানের সে রচনা দেখে যায় প্রাণ ভরে
সব ইচ্ছে মেটে নিমেষে তাকে দেখার পরে।
অমৃত সুধা দিয়েছে যেন কণ্ঠে ঢেলে তার
মধুরভাষী বাক্যে মনে রয় না জ্বালা আর।
সাধ মনেতে পাশে থাকার যেন সুযোগ পাই
প্রিয়ভাষিণী মনোহারিণী তুলনা তার নাই।