ঠাম্মা খোলে ঝুলিটা তার
সন্ধ্যে হলে পরে
নাতি নাতনী তখন সবাই
আসে এক এক করে।


গল্প বলো গল্প বলো
নাতি নাতিনী বলে
ঠাম্মা বলে এবার সবাই
চুপ করো তাহলে।


ঠাকুমার ঝুলিতে আছে
গল্প হাজার হাজার
কোন গল্প রাখাল ছেলের
কোনটা আবার রাজার।


ভূত পেতনী দৈত্যি দানো
ঘোরে তেপান্তরে
রাজ পুত্তুর পার হয়ে যায়
পক্ষীরাজে চড়ে।


বেঙ্গমাবেঙ্গমী ডানা ঝাপটায়
ভয় দেখাতে চায়
রাজ পুত্তুর অনেক খুঁজে
রাজকন্যার খোঁজ পায়।


রাজপুত্তুর জয় করে সেই
রাজকন্যের মন
রাজ বাড়িতে মহা ধুমধাম
বিয়ের আয়োজন।


রাজ্যবাসী ভীষণ খুশি
খুশিতে মাতোয়ারা
ইতি টেনে ঠাম্মা বলে
গল্প হল সারা।


ঠাকুমা দেখে নাতি নাতনী
পড়ছে ঘুমে টলে
গল্প হবে কালকে আবার
ঠাম্মা হেসে বলে।