চারিদিক ছেয়ে আছে অন্ধকারে
একটি বাতি টিমটিম করে জ্বলছে দূরে
পা টিপে টিপে এগিয়ে চলেছি সন্তর্পণে
সংকীর্ণ রাস্তা বড় পিচ্ছিল,ভেজা স্যাঁতসেঁতে
ভ্যাপসা গন্ধ বাতাসের বুকে রয়েছে ব্যাপ্ত
শ্বাপদেরা ছুটোছুটি করে অন্ধকারে
গা ছম্‌ছম্‌ করা থমথমে পরিবেশ
তবুও এগিয়ে চলেছি যাইনি থেমে।
অনেক হোঁচট খেয়েছি তবুও থামি নি
বেশ খানিকটা পথ করেছি অতিক্রম
কতজন বলেছিল অন্ধকারে না যেতে
কোন বাধা না মেনে এগিয়ে চলেছি
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি হবে আলোয় যেতে।
ঐ যে বাতিটা জ্বলছে,সে থাক যত দূরেই
যে ভাবেই হোক পৌঁছতে হবে তার কাছেতে
থাকব না পড়ে কানাগলিতে অন্ধকারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব বোমা আজও নিষ্ক্রিয় হয়নি
সেগুলি এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পড়ে
বিস্ফোরণ ঘটার ভয় পারেনি পিছু হঠাতে
মৃত্যু এসে আলিঙ্গনাবদ্ধ হতে যদি চায়
সাদর আহ্বান জানাব তারে অস্বীকার নয়
দোসর যে তাই পাই না জীবনে আর কোন ভয়।
সত্যকে অস্বীকার করা সে তো শুধু নির্বুদ্ধিতা
তাইতো সত্যানুসন্ধানে হয়েছি মগ্ন
চাইনে দেখতে পিছু পানে ফিরে আর
অন্ধকার ভেঙে চুরমার করে শুধুই এগোতে চাই
সকল ভয় ভীতি প্রদর্শন উপেক্ষা করে
এগিয়ে যাব স্থির লক্ষ্যের প্রতি
নিভে যায়নি বাতিটা টিম্‌টিম্‌ করে জ্বলছে দূরে।