এই দিনেরই অপেক্ষাতে
বুকের ব্যথা চেপে রেখে
বেঁধেছি আশায় বুক
সব কিছু ঠিক হবে আবার
আসবে ফিরে সুখ।


ডারউইনের তত্ত্ব আজও রয়েছে অবিচল
গরিব যারা আজও তারা ফেলে চোখের জল।


কত দিন ওরা আর
আমাদের অধিকার থেকে করবে বঞ্চিত
চিরকাল আমরা রব না পদানত
সেই দিন আর বেশী দূরে নয়
শিয়রেতে সমাগত।


দেওয়ার সময় দিই বিলিয়ে নিজেকে উজাড় করে
ভয় করিনে নিঃস্বতাকে, বুক যে সুখে ভরে।


এত অপরূপ সৌন্দর্য
তবু কেন রাখ ঢেকে
স্বর্গের দেবতারাও অবাক হচ্ছে তোমাকে দেখে।


কবিতা মেলেছে ডানা এইবার
আকাশেতে উড়ে যাবে
চায় না বুকেতে পাষাণ চাপিয়ে
বাঁচতে সে এই ভাবে।


খুলে দাও খাঁচা পাখি উড়ে যাক
বড় ব্যথা ওর বুকে
এই পৃথিবীতে স্বাধীনতা হীন
কে পারে বাঁচতে সুখে।