বাতাস উদাস, বিষন্ন মন,অশ্রুধারা বয়
থেকে যা উমা,চাসনে যেতে ফিরে হিমালয়।
চলে যাবি সেই কথা শুনে সবার চোখে জল
দেখে যা ঘুরে শহরে কেমন হয়েছে শপিং মল।
যেদিন এলি সেদিন থেকেই আছিস মণ্ডপেতে
তোর আসাতে ভেসেছিলাম খুশির জোয়ারেতে।
বলিসনি তো চলে যে যাবি এত তাড়াতাড়ি
মন বসে না কেনরে তোর এলে বাপের বাড়ি।
বাপের  বাড়ির লোকেরা তোকে ভীষণ ভালবাসে
তকিয়ে থাকে সারা বছর কখন উমা আসে।
আর ক'টা দিন যা থেকে তুই এই কথাটা রাখ
খুশির বোলে আওয়াজ তুলে বাজুক আবার ঢাক।
চেয়ে দ্যাখ তোর ছেলেমেয়ে চায় না তারাও যেতে
ঢাকের তালে সবাই মিলে মাতুক আনন্দেতে।
ফোন করে বল তোর পতিকে যাবি দুদিন পরে
বাপের বাড়ি এলে কি কারো যেতে ইচ্ছে করে।
ছেলেমেয়েদের দিসনে তাড়া গোছাসনে লাগেজ আর
বুঝিনি হেসেখেলে যে কখন কেটে গেছে দিন চার।
বললি হঠাৎ চলে যাবি, সওয়া কি যায় বল!
দ্যাখ চেয়ে তুই মর্ত্যে এখন সবার চোখে জল।
মানবি না তুই কারো কথা জানি চলেই যাবি
শ্মশানে ভোলে বাবা পড়ে তোর আঁচলে চাবি।
যাসনে ভুলে যা তাহলে কিছুই করার নাই
তাড়াতাড়ি আসিস উমা সবাই তোকে চাই।