শোনরে যত ভণ্ড
নেচে কুঁদে করিসনে আর
জগৎ লণ্ডভণ্ড।


ওরে অধমগুলো
ভগবানের নাম নিবি নে
উড়োস কেন ধুলো।


হাতে কেন ছোরা?
কিসের মায়ায় অন্ধ হলি
বলতো দেখি তোরা।


তোদের দলাদলি
দেখে ভয়ে পড়ছে ঝরে
সদ্য ফোটা কলি।


তোদের ভণ্ডামিতে
বেঁচে থাকা হয়েছে দায়
এখন পৃথিবীতে।


ওরে ভণ্ডগুলো
আমরা বোকা আর হব না
দিসনে চোখে ধুলো।


শোনরে মূর্খ ভণ্ড
সৃষ্টি তোদের কম্ম তো নয়
করিস শুধু পণ্ড।