বৃষ্টি এলে ভিজে গেলে
শুকনো জামা কাপড়
মা ডাকে আয় খাবি এবার
গরম গরম পাপড়।


বর্ষাকালে বৃষ্টি এলে
মনটা ভরে যায়
ছেলেপুলে সকল ভুলে
মাঠের পানে ধায়।


মাঠের থেকে ফিরলে মা দেয়
পিঠে দু চার ঘা
দু কান ধরে শপথ করি
আর যাব না মা।


বৃষ্টি যদি ডাকে তাহলে
কে আর থাকে ঘরে
ভীষণ মজা বৃষ্টি ভেজা
বোঝাই কেমন করে।


মা ভিজেছে ভুলে গেছে
নেই মনে আর তার
আমার বেলায় কেন বারণ
করে সে বার বার।


মা বলে তুই ছোট্ট এখন
বুঝবি কেমন করে
জ্বর যদি হয়, ওষুধ কেনার
পয়সা যে নেই ঘরে।