ঝড় বাদলের রাতে কে এলি
যা তুই এখন চলে
আসছে না ঘুম ডাকছি তাকে
খিদেয় যে পেট জ্বলে।


বোমার আওয়াজ আসছে কানে
হচ্ছে খুনোখুনি
কে কার পিছে করছে তাড়া
পায়ের আওয়াজ শুনি।


অন্ধকারে মারছে কাকে
চিৎকার কানে আসে
আবার শুনছি কেউ উল্লাসে
অট্টহাসি হাসে।


জাগতে রহো বলছে না কেউ
সবাই ঘুমাও ভাই
অরাজকতায় ঘুম কি আসে
জেগে যে থাকি তাই।


কতক্ষণে আসবে সকাল
করি অপেক্ষা তার
মনে বড় ইচ্ছে তাকে
দেখব একটি বার।


আসবে না সে সম্ভব নয়
আশায় বাঁধি বুক
বিভেদকারী শক্তিগুলি
ঢাকতে চাইবে মুখ।


মুখোশ খুলে যাবে ওদের
বেশী দেরি আর নাই
শান্তি আবার আসবেই ঠিক
বিশ্বাসে বাঁচি ভাই।