ভুলে যেতে চাই তারে
একদিন যারে বড় ভালবাসিয়াছি
হাত ধরে নদী পার হব ভেবে
তার হাতখানি ধরিয়াছি।
সেইদিন কত জন চেয়েছিল
মোর এই হাত ধরিবারে
কারো ডাকে দিই নাই সাড়া
শুধুই যে চেয়েছিনু তারে।
আশা ছিল নির্ভয়ে সব বাঁধা
পার হয়ে যাব দুই জনে
কিন্তু ছিল না জানা
কি লুকায়ে রেখেছে সে মনে।
মাঝ পথে হাত ছেড়ে
না কয়ে সে গেল কোনখানে
সাঁতার জানিনে ভাল
সেকথা সে ভাল করে জানে।
কথা ছিল এক সাথে
দুই জনে নদী হব পার
কখনো ভাবিনি সে করবে
বিশ্বাস ভেঙে চুরমার।
হাত যদি ছেড়ে দেবে
কেন তবে ধরেছিল ভাবি বারে বারে
কথা সে রাখেনি তার
নিরুপায় হয়ে ভুলে যেতে চাই তারে।