চিত্রগুপ্ত খাতা লেখেন
রাখেন সেটি গুপ্ত
গুপ্তচরের নেই তো অভাব
চান না তা হোক লুপ্ত।


কখন যে কার খতিয়ান চান
যমরাজের মন তো
তৈরি রাখতে পারলে হত
সব ঝামেলার অন্ত।


বলে যমরাজ আমি হলাম
যমালয়ের সম্রাট
ইন্টারনেটের সংযোগ এনে
মিটাব সব বিভ্রাট।


মর্ত্য হল বড় বিচিত্র
বুঝলে চিত্রগুপ্ত
ভাববে মানুষ জেগে আছে
কিন্তু জেনো সুপ্ত।


ওদের মনে এখন আর নেই
যমালয়ের ভয়
মর্ত্য ছেড়ে এসে বলে
ভালই যমালয়।


শমন পাওয়ার অপেক্ষা আর
করতে ওরা চায় না
চিত্রগুপ্ত চাকরিতে আর
তোমায় রাখা যায় না।