সময় সকলের কাছে খুবই মূল্যবান।
কিন্তু মাঝে মাঝে স্হান-কাল ভেদে
আরও মূল্যবান হয়ে যায় সময়
রয়ে যায় স্মৃতির ক্ষুদ্র ক্ষুদ্র পাতায়।


এমনই একটা স্মৃতিতে ভরা দুপুর
সময় টি ছিল গরমে ভরপুর
গেলাম তাই পুকুর পাড়ে
আম গাছেদের ছায়ায় তরে।


পুকুরের ওপারে ধূ-ধূ মাঠ
জলে ডুবে ডুবে গুগলি খাচ্ছে পাতিহাঁস
মনে পরল ছোটোবেলায় কবিতাটি
একপায়ে দাঁড়িয়ে,উকিঁ মারে আকাশে
দেখে কিছু তালগাছ।


এমন সুন্দর নির্জন দুপুর টি উপলব্ধি করার নেশা
হাতছাড়া করলাম না
দুচেখ ভরে দেখতে লাগলাম-


চাতকের আনাগোনা, কোকিলের মিষ্টি সুর
ক্লান্ত পথিকের জলপান


আ!নির্জন দুপুর টি নিঃসঙ্গ হয়েও ছিল কত মধুর।।