আমার দুর্গা জন্ম নেয়
   অপমানিত মাতৃগর্ভে
আমার দুর্গা নষ্ট হয়
   সুপ্ত ভ্রূন রক্তপাতে।


আমার দুর্গা ঘুরে বেড়ায়
    পথের ধারে ধারে
আমার দুর্গা নিদ্রা যায়
    আস্তাকুড়ের পারে।


আমার দুর্গা দশহাতে
    সারাদিন খেটে চলে
আমার দুর্গা নিশ্চুপ রয়
    কোনো কথা না বলে।


আমার দুর্গা নির্যাতিতা
     অত্যাচারীর হাতে হাতে
আমার দুর্গা সহ্য করে
     নখের আঁচর রাতে।


আমার দুর্গা বিলিয়ে যায়
     গুচ্ছ গুচ্ছ টাকায়
আমার দুর্গা বলি হয়
    হোটেল- রেস্তোয়ায়।


আমার দুর্গা ভয় পায়
   একাকি নির্জন স্থানে
আমার দুর্গা খুঁজে ফেরে
   বাপের ভালোবাসার মানে।


আমার দুর্গা কবে হবে
  অস্ত্রধারী দশভূজা?
আমার দুর্গা কবে ফেলবে ছুড়ে
   যত রয়েছে আগাছা।।