জ্যোৎন্সা রাতকে আঁখিভরে পান করার
ইচ্ছা বহুদিনের
তারার মাঝে নিজেকে লুকিয়ে রাখার
ইচ্ছা চিরদিনের
চাঁদকে কাছ থেকে পাবার ,
তার কলঙ্কে কলঙ্কিত হওয়ার
ইচ্ছে ছিল,
সমস্ত ইচ্ছা গুলোকে
পূরন করার শপথ নিয়ে...
                     একদিন
সবুজ ফাঁকা মাঠের প্রান্তে গেলাম
রইলাম দাঁড়িয়ে।।
উপর দিকে দৃষ্টিগোচর হতেই দেখলাম-
একরাশি মেঘে ঢাকা আকাশ,
অন্ধকারের বাসা
কোথায় চাঁদ, কোথায় তারা ,সবই মেঘের ধোঁয়াশা।
     হতাশ হলাম!
বিচ্ছিন্ন হলো হৃদয়
মাটির পানে মাথা ঝোঁকালাম,
সেথায় শুধু ব্যর্থতার নিরাশা!!