মেঘের আড়ালে ঘুমিয়েছে রোদ
পথে পথে স্বপ্ন বুনছে  ছলছল জলধারা
ফুলেরা আঁকছে রঙিন চিঠি
কাগজ কলম ছাড়া
সারাদিন শুয়ে শুনি টিপটাপ শব্দ
টিনের চালে ঝরে পরে অবিরত
ঝিরিঝিরি জলে বাজনার সুর
বাতাস যেন আজ মিশেছে বহুদূর
মুক্তের মতো ঝরে পড়ছে ঘাসের আগায়
তারই একফোঁটা আমার জানালায়
স্পর্শ করে তারে
মিশেছে স্নায়ুর অন্তরে
ভেসে আসছে পুরানো স্মৃতির দল
আঁখিতে বর্ষা টলমল ।