এই পৃথিবীর বুকে জন্মেছি আমরা
আর আজ চেয়ে দেখো
মরুভূমি হচ্ছে চারিদিক
যা ছিল সবুজে ভরা
যে অরণ্য ছিল গোটা দেশ জুড়ে
আজ তা হারিয়েছে
ঢাকা পড়েছে ফ্ল্যাটের চাদরে
যে আকাশ দিত অঝর ঝরা বৃষ্টি
আজ সেখানে নেই মেঘেদের সৃষ্টি
যে নদী সর্বদা লাগত কাজে
আবর্জনায় ভরেছে আজ
শহর তলির মাঝে
ফলে না সোনার ফষল
দূরের ঐ মাঠে
কত মানুষের আজ
অনাহারে দিন কাটে
দায়ী তো একজন
পৃথিবীর সকল মানুষ
নইতো অন্যজন।।