চলো যায় চলে
এই শ্যামল সবুজ প্রান্ত থেকে
দূরে বহূদূরে ।
অনন্ত সীমানা ছাড়িয়ে
পাহাড়,উপত্যকা,ঝর্ণা পেরিয়ে
চলো যায় বহূদূরে ।
যেখানে নীল আকাশ,
তারারা বাজায় বীনা
যেখানে গাংচিল আছে
আর রঙিন প্রজাপতি মেলে ধরে ডানা।
যেখানে হরিণের দল
সুখের কথা বলে
যেখানে ঘাসের শিশিরে বিন্দু বিন্দু ঝড়া মুক্তে ঘাসফরিং চলে।
যেখানে নেই নিয়মের বাঁধা
একাকী অন্তরায়
যেখানে ছড়িয়ে রয়েছে
প্রেম-ভালোবাসা-সুখময়।।