গ্রামের আত্মকথা
     ..অম্বিকা


আমি এখনো ছায়া সুনিবিড়
শান্তির নীড়
আমার বুকে কৃষিজমি, রাস্তাঘাট,
গাছ,পাখী,মন্দির,জনমানুষের ভীড়।
আমি এখনো সজীব
বহু মানুষের মনের মনিকোঠায়
আমি আজও সাক্ষী
সুখ-দুঃখের মানসিকতায়।
আমাকে ঘিরে গড়ে উঠেছে
জীবন-জীবিকা
আমার বুকে অনুষ্ঠিত হয়েছে
সাংস্কৃতিক,বিনোদন,জ্ঞানমূলক শিক্ষা।
খেলাধূলা,নাচ-গানের আসরও বসেছে
আর আজ বিবর্তনের পরিবর্তনে  
অনেকেই আমায় ভুলেছে।
কালেরস্রোতে ভেসে গেছে
মানুষের নৈতিক আচরণ
মন্দিরে অসাধু লোক,মদের আসর-নেই কোনো বারণ।
সুন্দর ক্ষেত্রগুলি রাজনীতির আখড়া
বেড়েছে  পরনিন্দা,হিংসা,স্বার্থপরতা-সব এখন ছন্নছাড়া।
কিছু মানুষ করছে আমার ঐতিহ্য বিনষ্ট
যুগের হাওয়ায় মেনে নিতে হচ্ছে সব
মনে পড়ে বিগত দিনের সুখস্মৃতি,
দিন কাটে সহ্য করে কষ্ট।।