জীবনটা আর চলছেনা,
থামতে চাইছে বারংবার
চিন্তার অবসাদে জীবনটা ছারখার।
নিত্যনৈমিত্তিক কিছু কাজ,
অবসরে মোবাইলে খেলে যাওয়া হাত
অাঙ্গুলগুলো চঞ্চল-
মনের কোনে তবু যেন একটু সুখ,
একটু আনন্দের ছোঁয়া নাড়া দেয়
বন্ধুত্বের হাতছানিতে।
নিয়ত বয়ে চলে দুঃখের জল,
ক্লান্তির বিস্বাদ চিত্র ধরা পড়ে কালো ছাপে।
দিন বদল ঘটে...
অাঁধার নামে চোখে
অতিক্রান্ত দিনে হওয়া কিছু হিসাব নিকাশ
করে চলে মস্তিষ্ক।
অপূর্নতাগুলো জমা হয়
গতকালের তারিখে
সময় পেরোয়....
শুধু থেমে রয় জীবন অাবদ্ধতায়।।