সকালের সোনা রোদ মেখে নিতে চেয়েছিলাম
বিলাতে চেয়েছিলাম নিজেকে
গোধূলির রক্তিম বর্ণে ,
সবুজে চেয়েছিলাম মিশে যেতে
চেয়েছিলাম বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে !
কত  সখ ,কত আহ্লাদ ,কত স্বপ্ন দেখেছিলাম ,
শুধু দেখতে পাইনি
পারিবারিক সমস্যা , পিতার অবজ্ঞা ,
আমার কারণে তাদের মনে থাকা স্তূপাকার ঘৃণা
আমাকে নিয়ে কত বিবাদ , কত লড়াই


অবশেষে টের পেলাম -
যেদিন বিদায়ের পত্র এসে হাজির
মাতার চক্ষুতে যখন বৃষ্টির ধারা খেলে চলেছে


আমার হৃদয়ে ভিতের স্পন্দন !
বেঁচে থাকার প্রবল আত্মনাদ !
পৃথিবীকে দেখার তীব্র আকাঙ্খা !
কেউ ই বুঝতে চাইনি আমায় ,
কারণ - আমি কন্যাসন্তান ।।


আমার সমস্ত অধিকারে হস্তক্ষেপ করে
একদল পাশবিক মানুষ ছিনিয়ে নিলো
মাতৃকোল থেকে !!
আমি কান্নার স্বরে  বারে বারে বলেছি -
বাঁচতে দাও , বাঁচতে দাও
কেও শোনেনি !
কথাটি বলতে বলতে
থামিয়ে দেওয়া হয় আমায় নিদারুন আঘাতে ,
অপরাধ একটাই ছিলো
আমি কন্যা সন্তান ।।