গোধূলি লগ্নে মেয়েটির বিয়ে
লাল বেনারসি পড়ে,
কপালে চন্দন এঁকে
অপেক্ষায় রয়েছে
অলঙ্কারে সজ্জিত হয়ে।


গোটা বাড়ি সাজানো ফুলে
আত্মীয়-স্বজনের ভীড়
সমস্ত প্রস্তুতি শেষ
শুধু লগ্নের অপেক্ষা
বাকি সব ভুলে।


অনেকটা সময় পেরিয়ে
লগ্ন এসে উপস্থিত
কিন্তু বর কোথায়
বন্ধ সানাই এর গীত।


পনের দাবী হয়নি পূরণ
পাত্র আসবেনা
তাই বাকী থেকে গেল
বিয়ের জামাই বরণ।


ব্যাস!শুরু হল কটু কথা
মেয়েটিকে বাঁধল দোষে
অপয়া বলল সবাই
বলল লগ্নভ্রষ্টা নারী সে।


বলতে পারো
কেন মেয়েটি লগ্নভ্রষ্টা
অপয়া সে?দোষ তার?
নাকি দোষের ভাগি
নিষ্ঠুর এই সামাজিকতা?