আমি হয়ে উঠেছি প্রান্তিক মানুষ
ঘুম নেই দুই চোখে
নেই কোনো রাতভরা, ঘুমভরা স্বপ্ন
শহরের পথে রাত জেগে হেটে চলি
বুঝি, মৃত্যু দূরে নেই আর।।


ভীষনভাবে বেমানান এই পৃথিবীতে
সমস্ত কিছু অস্পষ্ট মনে হয়
চোখে জলের ঝাপটা দি বারবার
কিন্তু পার্থক্য ঘটেনা
বুঝি, মৃত্যু দূরে নেই আর।।


চেনা পথ ক্রমশ অচেনা হয়ে উঠে
চেনা মুখ অচেনা হয়ে যায়
আর যত অপরিচিত,  অচেনা  মানুষ
তাদের বড়ই চেনা মনে হয়
বুঝি, মৃত্যু দূরে নেই আর